শর্তাবলী

শর্তাবলী

জানতেচাই ওয়েবসাইট এর পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। জানতেচাই ডট কম (Janteci.com) ওয়েবসাইটটি প্রথম ২০১৬ সালে একটি চাকরির ব্লগ ওয়েবসাইট হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। এক দল ব্লগারদের একত্রে করে সব সময় সকল তথ্যের আপডেট ইংরেজিতে করা হত। ২০১৮ সালের পর চাকরির ব্লগ থেকে এই ওয়েবসাইটকে মাল্টিপল ব্লগ সাইটে রুপান্তর করা হয়। যেখানে ভিডিও ধরনের ব্লগ ও নিউজ প্রতি নিয়তই আপডেট করা হয়ে থাকে।

২০২২ সালের শুরুতে এই ওয়েবসাইটকে ইংরেজি ওয়েবসাইট থেকে বাংলা ওয়েবসাইটে পরিণত করার সিন্ধান্ত নেওয়া হয়। ওয়েবসাইটের সাইডবারে ছোট একটা পোল দিয়ে ভিউয়ারদের কাছে পরামর্শ নেওয়া হয়। ৯৭% ভিউয়ার জানিয়েছে যে তারা ইংরেজির তুলনায় বাংলা ওয়েবসাইট ব্যাবহারে বেশি সাচ্ছন্দ্য বোধ করবে। সেই প্রেক্ষিতে ২০২২ সালের মাধামাঝি পর্যায়ে এই ওয়েবসাইটকে ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষায় রুপান্তর করা হয়।

এই মুহূর্তে আমাদের জানতেচাই ওয়েবসাইটে প্রতিমাসে প্রায় ৫ লক্ষ মানুষ ভিজিট করে থাকে।