নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। নয়টি ভিন্ন পদে মোট ১২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম
সহকারী পরিচালক, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক), সহকারী স্থপতি, উপসহকারী প্রকৌশলী (ডিপ্লোমা স্থপতি), সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার, এস্টিমেটর, ড্রাফটসম্যান/নকশাকার, সার্ভেয়ার ও কার্য সহকারী।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুস্বারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য প্রার্থীর কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইট থেকে আবেদনের নির্ধারিত ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা তিনকপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করে নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে। খামের ওপর পদের নাম ও জেলা উল্লেখ করতে হবে।
ঠিকানা : সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ, ৬২/৩ পুরানা পল্টন, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ
৮ ডিসেম্বর, ২০২২।