বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হতে পারে। সহকারী জজ নিয়োগের পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের লিখিত পরীক্ষা ২৭ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এ পরীক্ষা নেওয়া হয়।
পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে এবার নিয়োগ পাবেন ১০০ জন। তবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিধি অনুযায়ী পদের সংখ্যা বাড়তে বা কমতে পারে।