লুম – একতালা
গীত ১৩৯ : ২৩, ২৪
‘প্রাণের যীশু’ ব’লে যবে ডাকি গো তোমায়,
তুমি আড়ালে দাঁড়ায়ে শুনিও;
নয়নের জলে হৃদয়ের জল,
মিশে কি না, তাহা দেখিও

( ১ )
নাথ, তুমি হে আমার হৃদয়ের ধন
করি তোমায় যবে আত্মসমর্পণ;
অর্পণের হেতু যাহা প্রয়োজন,
রহে কি না, তাহা দেখিও।

( ২ )
তোমার সেবার আয়োজনে যাহা প্রয়োজন,
না জানি গুছাতে আমি অভাজন,
যেন ভ্রম- তমঃ হয় নিবারণ,
তাই মন্ত্রী হয়ে সঙ্গে রহিও।

( ৩ )
আমার হৃদয়ের আলো করিতে নির্বাণ,
জল- বন্যারূপে আসে শয়তান;
তুমি তৈল – কুম্ভসহ আড়ালে থাকিয়া,
মৃদু মৃদু ধারে ঢালিও।

– বিন্দুনাথ সরকার