আজকের সাধারণ জ্ঞান
পত্রিকা থেকে সংগৃহীত (১৬ ফেব্রুয়ারি, ২০২০)
….
#বাংলাদেশ_বিষয়াবলী
০১. সম্প্রতি বাংলাদেশের কোন বিজ্ঞানী ‘ল’রিয়েল ইউনেস্কো ফর উইমেন ইন সায়েন্স অ্যাওয়ার্ড ২০২০’ পেয়েছেন?
উত্তরঃ ফেরদৌস কাদরী।
## উন্নয়নশীল দেশগুলোয় সংক্রামক ব্যাধি প্রতিরোধে ভূমিকার স্বীকৃতি হিসেবে তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়।
০২. সর্বশেষ কবে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ২০১৬ সালে।
০৩. স্থানীয় জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ দিতে ‘Local Government Institute (LGI)’ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১ জুলাই, ১৯৬৯.
## স্বাধীনতার পর নামকরণ – National Institute of Local Government (NILG).
## জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট আইন পাস হয় – ১৯৯২ সালে।
০৪. Bangladesh Tariff Commission (BTC) এর বর্তমান নাম কি?
উত্তরঃ Bangladesh Trade and Tariff Commission (BTTC).
পরিবর্তন সময় – ২২ জানুয়ারি, ২০২০.
বর্তমান চেয়ারম্যান – তপন কান্তি ঘোষ।
০৫. বাংলাদেশের বর্তমান পরিবেশমন্ত্রীর নাম কি?
উত্তরঃ মো. সাহাব উদ্দিন।
০৬. ‘ভাষা জয়িতা’ প্রামাণ্যচিত্রটি কে তৈরি করেছেন?
উত্তরঃ শবনম ফেরদৌসী।
০৭. মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানী কবে মৃত্যুবরণ করেন?
উত্তরঃ ১৬ ফেব্রুয়ারি, ১৯৮৪.
০৮. আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া কবে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১৬ ফেব্রুয়ারি, ১৯৪২.
০৯. বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত উপন্যাস রচয়িতা কে?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
#আন্তর্জাতিক_বিষয়াবলী
০১. ‘চাংগি আন্তর্জাতিক বিমানবন্দর’ কোথায় অবস্থিত?
উত্তরঃ সিঙ্গাপুর।
## এই বিমানবন্দর দিয়ে উত্তর আমেরিকাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাতায়াত করা হয়। প্রতি ৮০ সেকেন্ডে একটি করে উড়োজাহাজ উড়াল দেয় এবং অবতরণ করে এখানে।
০২. প্রথমবারের মতো ইউরোপের কোন দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী মারা যান?
উত্তরঃ ফ্রান্স, ১৪ ফেব্রুয়ারি, ২০২০.
০৩. কোন দেশে আক্রমণের ফলে করোনাভাইরাস আফ্রিকা মহাদেশে প্রবেশ করে?
উত্তরঃ মিসর।
০৪. করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে কবে প্রথম একজন রোগী মারা যান?
উত্তরঃ ১১ জানুয়ারি, ২০২০.
০৫. করোনাভাইরাস সংক্রমণকে World Health Organization (WHO) কবে বৈশ্বিক জরুরী অবস্থা জারি করে?
উত্তরঃ ৩০ জানুয়ারি, ২০২০.
## অনেক জায়গায় পাবেন ৩১ জানুয়ারির কথা উল্লেখ আছে, তবে সঠিক তথ্য হলো ইউরোপ সময় ৩০ জানুয়ারি এই ঘোষণা দেওয়া হয় আর সেটা বাংলাদেশ সময় ৩১ জানুয়ারি পড়ে।
০৬. এন্টার্কটিকায় সম্প্রতি প্রথম বারের মতো সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করা হয়েছে?
উত্তরঃ ২০.৭৫° সেলসিয়াস।
০৭. হাইতির রাজধানীর নাম কী?
উত্তরঃ পোর্ট অব প্রিন্স।
## সম্প্রতি এই শহরের এক এতিমখানায় আগুন লেগে ১৫ জন শিশু নিহত হয়েছে।
০৮. জেমস ম্যাডিসন যুক্তরাষ্ট্রের কত তম প্রেসিডেন্ট ছিলেন?
উত্তরঃ চতুর্থ।
## যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট – জর্জ ওয়াশিংটন।
০৯. ভারতের রাজস্থান রাজ্যের রাজধানীর নাম কী?
উত্তরঃ জয়পুর।
#বিজ্ঞান ও #প্রযুক্তি
০১. করোনাভাইরাসে আক্রান্ত হলে কত দিনের মধ্যে রোগ লক্ষণ প্রকাশ পায়?
উত্তরঃ ১৪ দিন।
০২. কোন দেশের বিজ্ঞানীরা করোনাভাইরাসে আক্রান্ত রোগীর দেহ থেকে জীবিত ভাইরাস আলাদা করতে সক্ষম হয়েছেন?
উত্তরঃ অস্ট্রেলিয়া।
০৩. উদ্ভিদের দেহের ভেতর থেকে পাতার মাধ্যমে পানি নির্গমন প্রক্রিয়াকে কী বলা হয়?
উত্তরঃ প্রস্বেদন।
০৪. কোনটিকে ‘Necessary Evil’ বলা হয়?
উত্তরঃ প্রস্বেদন।
#করোনাভাইরাস COVID-19 আপডেট – (2019-nCoV)
১৫ ফেব্রুয়ারি, ২০২০ পর্যন্ত – সারা বিশ্বে
মৃত্যু – ১ হাজার ৫২৩ জন (চীনের বাইরে ৪ জন; ফিলিপাইন, জাপান, হংকং ও ফ্রান্স)।
আক্রান্ত – ৬৬ হাজার ৪৯২ জন (চীনের বাইরে ৩০০ এর মতো)।
সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ৩০টি দেশ ও অঞ্চলে।
#খেলাধুলা
০১. বিশ্ব হকি র্যাংকিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান কত তম?
উত্তরঃ ৩৮তম।
০২. আর্থিক অনিয়মের অভিযোগে উয়েফা সম্প্রতি কোন ক্লাবকে দুই বছরের জন্য উয়েফার টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করেছে?
উত্তরঃ ম্যানচেস্টার সিটি, ইংল্যান্ড।
০৩. ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ দল কোনটি?
উত্তরঃ ভারত।
## ম্যাচ শুরু – ২২ ফেব্রুয়ারি, ২০২০.
০৪. ২০২০ সালের টোকিও অলিম্পিকে বাংলাদেশের কোন খেলোয়াড় সরাসরি অংশ নেবেন?
উত্তরঃ রোমান সানা, আর্চার।
০৫. আন্তর্জাতিক ক্রিকেটে টানা সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন কে?
উত্তরঃ মোহাম্মদ আজহারউদ্দিন, ভারত (১২৮ ম্যাচ)।
#সেরা_উক্তি
“সুখী জীবনের জন্য খুব অল্প কিছুর প্রয়োজন। এটা তোমার মধ্যেই আছে, এটা তোমার ভাবনার ধরন।”
– মার্কাস ইলেরিয়াস (প্রাচীন রোমান শাসক ও দার্শনীক)।
✉ আমাদের এই জানানোর প্রয়াস ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের আরো বেশি পোস্ট দিতে অনুপ্রাণিত করবেন। আর এই পোস্ট টা যেকোনো সময় পড়তে শেয়ার করে রেখে দিন।
Let's Go to the Right Section
-
Office assistant – Ministry of Defense
প্রতিরক্ষা মন্ত্রণালয় The Ministry of Defence is a Bangladeshi government ministry. The MoD is headed by the Minister of DefenseAnywhere in Bangladesh -
Fireman – Ministry of Defense
প্রতিরক্ষা মন্ত্রণালয় The Ministry of Defence is a Bangladeshi government ministry. The MoD is headed by the Minister of DefenseAnywhere in Bangladesh -
Lab Director – Ministry of Defense
প্রতিরক্ষা মন্ত্রণালয় The Ministry of Defence is a Bangladeshi government ministry. The MoD is headed by the Minister of DefenseAnywhere in Bangladesh -
FWA – Ministry of Defense
প্রতিরক্ষা মন্ত্রণালয় The Ministry of Defence is a Bangladeshi government ministry. The MoD is headed by the Minister of DefenseAnywhere in Bangladesh -
Research Assistant – Ministry of Defense
প্রতিরক্ষা মন্ত্রণালয় The Ministry of Defence is a Bangladeshi government ministry. The MoD is headed by the Minister of DefenseAnywhere in Bangladesh -
Associate Professor – Bangabandhu Sheikh Mujibur Rahman Maritime university
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ বাংলাদেশের ৩৭তম সরকারি বিশ্ববিদ্যালয়। এটি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় এবং বিশ্বের ১২ তম মেরিটাইম...Anywhere in Bangladesh -
Lead – Protection – ActionAid Bangladesh
ActionAid Bangladesh ActionAid is an international anti-poverty agency working in over 40 countries, taking sides with poor people to end poverty and injustice together.Cox's Bazar -
Case Management Officer – ActionAid Bangladesh
ActionAid Bangladesh ActionAid Nigeria is distributing food relief packages to the most excluded ... ActionAid is a global federation working for a world free from poverty and injustice.Cox's Bazar (Ukhia) -
HR Manager – Vivo
Vivo Vivo is a Chinese technology company that designs, develops, and manufactures smartphones, smartphone accessories, software, and online services.Khulna -
Regional Sales Manager (SEAP Fan & Cable Sales Network)
Walton Hi-Tech Industries Ltd. Walton is the latest multinational electrical, electronics, automobiles and other appliances brand with one of the largest well equipped R & D facilities in the worldAnywhere in Bangladesh