খাম্বাজ – আড়খেম্টা
মথি ১৮ : ২০
প্রভুর ধন্যবাদ কর ভ্রাতৃগণ,
একচিত্তে গাও সবে তাঁহার গুণগান।

(১)
তাঁহার নামে যত জনে, উপস্থিত হয় একই স্থানে,
প্রভু আসি সেই খানে, হয়েন অধিষ্ঠান।

(2)
পূর্বকালে শিষ্যগণে, মিলিত হয়ে একই স্থানে,
পুলকিত হইল সবে পেয়ে আত্মা দান।

(৩)
সে আশাতে এই স্থানে আসিয়াছি সর্বজনে,
প্রভু, আশীর্দানে পুর্ণ কর সবার মন।

– অজ্ঞাত