ঝিঁঝিট – কাওয়ালী
গীত ৮৪ : ২
ডাকি কাতরে, ওহে দয়াবান,
আসি সাভাতে কর অধিষ্ঠান।

(১)
আমার দীন, ধরমবিহীন,
তে লাগি তোমায় ডাকি ঘন ঘন;
কর, কর নাথ, ধর্ম আত্মা দান।

(২)
ভিখারী যেমন ডাকে ঘন ঘন,
ডাকিছি মোরা প্রভু হে তেমন;
কর, কর নাথ, কর আশিস্ দান।

(৩)
গাইবো মোর তব গুণগান,
ধরিব আজি যীশু নামে তান,
দেও শকতি গাহিতে সে গান।

(৪)
পূজিব তব যুগল চরণ
করেছি মোরা একান্ত মনন;
কর, কর নাথ, কর শক্তি দান।

– রামচরণ