৬
বাহার – জৎ
গীত ৪০ : ১৭
কাতর হইয়া নাথ, এসেছি তব দ্বারে,
উলঙ্গ ভিখারী সম, করুণা পাবার তরে।
(১)
প্রেম আলিঙ্গন দানে, নিবাও হৃদি-হুতাশনে,
রাখ নাথ সযতনে, শ্রান্ত শির বক্ষোপরে।
(২)
তব প্রেমে দয়াময়, পূর্ণ কর এ হৃদয়,
আসি সম্মুখে দাঁড়াও, দেখি রুপ নয়ন ভ’রে।
(৩)
মম প্রতি হও সদয়, বিদীর্ণ হতেছে হৃদয়,
মন মাঝে হও উদয়, নাশ পাপ অন্ধকারে।
– অমৃতলাল নাথ