২
মিশ্র-আড়াঠেকা
গীত ১০৭ : ৯
এস হে করুণাময়, বিরাজ হৃদয়াসনে,
পূজিতে তোমরে আজি, বাসনা সবার মনে।
(১)
তব দাস দাসী যত, হইয়াছি সমবেত,
তৃপ্ত কর সবে পিতঃ, মনোমত আশি্স দানে।
(২)
অর্পিতে পদে তোমার, আনিয়াছি উপহার,
ভকতি-কুসুম-হার, লহ নাথ নিজ গুনে।
– ঈশান চন্দ্র দাস