মিশ্র ঝিঁঝিট – একতালা
ফিলিপিয় ৪ : ১৯
এলেম তর দ্বারে, ভিক্ষার ঝুলি প্রভু দেও পুরে;
মোদের যত প্রয়োজন, আছে তব ভান্ডারে।

(১)
যীশুর রক্তে ক্রীত ধন, আছে সব অগণন;
কর আজি বিতরণ, নির্ধনে দয়া করে।

(২)
দুখী কাঙ্গাল যত জন, কর তাদের ধনবান;
হয়ে প্রফুল্লিত মন, প্রশংসে তোমারে।

(৩)
ধনবান হব বলে, এসেছি মোরা সকলে;
দয়ার ভান্ডার দেও হে খুলে, তৃপ্ত কর দান করে।

– গগনচন্দ্র দত্ত