১
কাফি – ছেপকা (জৎ)
গীত ২৭ : ৪; লেবীয় ২৫ : ২১
আজি এলেম প্রভু, তোমার ঘরে করিতে ভজন;
দীনহীনে দয়া কর, করি নিবেদন।
(১)
তব গৃহে যারা যায়, অবশ্য সান্ত্বনা পায়,
নিরলস হ’য়ে যেন, করয়ে সাধন।
(২)
তব স্থান কেমন মান্য, যেই যায় সেই ধন্য,
হয় তারা মহামান্য, পেয়ে খ্রীষ্ট-ধন।
(৩)
তোমার কথা যখন শুনে, ভাবে তখন মনে মনে,
প্রভু আছেন এই স্থানে, শাস্ত্রের বচন।
(৪)
বৃষ্টি দ্বারা মরুভূমি, যেমন আর্দ্র কর তুমি,
তেমনি কর হে স্বামী, ভক্তদের মন।
(৫)
আমারা অতি দুরাচার, উপায় নাহিক আর,
কৃপা করি গ্রাহ্য কর, পাতকি-জীবন।
– অজ্ঞাত